সর্বশেষ

সারাদেশ

বান্দরবানের লামায় ২৬ রাবার শ্রমিক অপহৃত

বান্দরবান প্রতিনিধি
বান্দরবান প্রতিনিধি

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের লামা উপজেলায় ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চলের মুরুং ঝিরি এলাকায় পাঁচটি রাবার বাগান থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা সবাই রাবার বাগানের শ্রমিক (ট্রেপার) হিসেবে কাজ করতেন। অপহরণকারীরা বাগান মালিক ও তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, শ্রমিকদের অপহরণের খবর পাওয়ার পরেই সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।

বাগান মালিকদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে, যার ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ গত কিছুদিন ধরে লামা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে অপহরণ ও চাঁদাবাজি চালিয়ে আসছে। তাদেরই ধারাবাহিকতায় শনিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ফোরকান, শাহজাহান, নুরু মোহাম্মদ, আহসান উল্লাহ, হুমায়ুন এবং সোনামিয়া নামের রাবার বাগানগুলোর শ্রমিকদের অপহরণ করা হয়।

অপহৃত শ্রমিকরা কক্সবাজারের রামু ও টেকনাফ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

অপহৃতদের মধ্যে আছেন: মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) এবং মো. মবিন (২৫)। অপর ছয়জনের পরিচয় জানা যায়নি।

রাবার বাগান মালিক মো. শাহজাহান জানান, সন্ত্রাসীরা তার বাগানের শ্রমিকদের কাছ থেকে আগে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। চাঁদা না পেয়ে তারা তার ১২ শ্রমিককে অপহরণ করে এবং তাদের জন্য ছয় লাখ টাকা মুক্তিপণ চায়।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন