সর্বশেষ

আন্তর্জাতিক

মোদী ঠেকাতে পারলেন না ভারতীয়দের ফেরত পাঠানো

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের মাধ্যমে আলোচনা সামনে এগোলেও  ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো বন্ধ করতে পারেনি মোদী। 

গতকাল শনিবার রাতেও যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে ১১৬ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আটক করে বিমানে তুলে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যার মধ্যে ভারতীয় নাগরিকও অন্তর্ভুক্ত। সম্প্রতি, দুটি বিমান ভারতে আসার মাধ্যমে ১১৬ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।

তবে, ফেরত পাঠানোর প্রক্রিয়াটি নিয়ে বিতর্ক থামছেই না। সর্বশেষ ঘটনাটি, শনিবার রাতে, যখন এই ভারতীয়দের শিকল দিয়ে বেঁধে ফেরত পাঠানো হয়েছে। এমনকি এক ভারতীয় নাগরিক দাবি করেছেন যে, তাদের হাতকড়াও পরানো হয়েছিল এবং পায়ে শিকলও ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে জানানো হয়েছে, শনিবার রাতে আবারো আমেরিকা থেকে অবৈধভাবে অবস্থান করা ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে, এবং আবারো হাতকড়া ও শিকল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি ঘটেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের পরপরই, যা প্রথমবারের মতো ঘটে। এর আগে, ৫ ফেব্রুয়ারি, ট্রাম্পের পাঠানো একটি সামরিক বিমানে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছিল, তবে সেবারও তাদের হাতকড়ায় ও শিকলে বাঁধা হয়েছিল, যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এদিনও সেই একই বিতর্কে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। 

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন