সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় অনুপম কুমার ঘোষ (২৬) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে রসুলপুর এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অনুপম কুমার ঘোষ বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশিস কুমার ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন ও রসুলপুর এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন। গত রাত ২টার দিকে ডিউটি শেষে বাসায় ফেরেন তিনি। এটাই তার শেষ ফেরা।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ডিউটি শেষে ফেরার পর স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় অনুপমের। পরে পাশের কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ভোর রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন