সর্বশেষ

সারাদেশ

এবারে রপ্তানিযোগ্য কুল উৎপাদন করেছে সাতক্ষীরার কৃষকেরা 

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার বরই চাষ বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং এর চাহিদা ও সুনাম বৃদ্ধি পাচ্ছে।

কৃষকরা চলতি বছরে লাভের বড় আশা করছেন। কম সময়ে বেশি লাভ অর্জন সম্ভব হওয়ায় প্রতি বছর বরই চাষের পরিমাণ বাড়ছে। এবছর বরইয়ের ভালো দাম পেয়ে কৃষকরা অত্যন্ত খুশি।

জেলার উৎপাদিত বরই দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে এবং স্থানীয় চাহিদা মেটানোর পরও বরইয়ের চাহিদা রয়েছে। পাইকারি বাজারে মণ প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের আশাবাদী, বরই রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।


সাতক্ষীরার বরই দেশজুড়ে খ্যাত, এবং চলতি মৌসুমে ৮৪৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের বরই চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে নারিকেল বরই, থাই আপেল বরই, বল সুন্দরী ও কাশ্মীর বরই। প্রতি বিঘা জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ থেকে ৮০ মণ। এখন পর্যন্ত বাজারে এসব বরই বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৫০ টাকা দরে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুল ইসলাম মনি বলেন, “সাতটি উপজেলায় বরই চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এর মধ্যে কলারোয়া উপজেলায় ৪৭০ হেক্টর, তালা উপজেলায় ১৬৫ হেক্টর, সদর উপজেলায় ১১২ হেক্টর এবং অন্যান্য উপজেলায় বরই চাষ হচ্ছে।”

তালা উপজেলার মিঠাবাড়ি এলাকার বরই চাষি পাঞ্জাব আলী বিশ্বাস জানান, “আমরা দীর্ঘদিন ধরে বরই চাষ করে আসছি। এই বছর প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার বরই বিক্রি করেছি।” একই এলাকার চাষি মো. মেহেদী হাসান বলেন, “নারিকেল বরইয়ের দাম এখন ১১০-১২০ টাকা কেজি। প্রতি বিঘায় ১০০ মণ বরই উৎপাদিত হয় এবং খরচ বাদে এক লাখ টাকা লাভ থাকে।”


সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম আশা প্রকাশ করেন যে, আবহাওয়া অনুকূল থাকলে জেলার বরই চাষিরা দেড়শ কোটি টাকার বাজারমূল্য পেতে পারেন। তিনি আরো বলেন, “সাতক্ষীরার বরই চাষ স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির সম্ভাবনা তৈরি করেছে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন