সারাদেশ
পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আকিজ ফিলিং স্টেশন (সিএনজি পাম্প) চালুর দাবিতে মানববন্ধন করেছে থ্রি হুইলার অটোরিকশা চালকরা।
পাবনায় বন্ধ সিএনজি পাম্প চালুর দাবিতে চালকদের মানববন্ধন

এম এস রহমান, পাবনা
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আকিজ ফিলিং স্টেশন (সিএনজি পাম্প) চালুর দাবিতে মানববন্ধন করেছে থ্রি হুইলার অটোরিকশা চালকরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দাশুরিয়া আকিজ ফিলিং স্টেশনের সামনে সিএনজি চালিত সকল গাড়ির চালকদের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ মাস যাবত পাম্প থেকে সিএনজি না পাওয়ায় দুর্বিষহ জীবন যাপন করছেন গাড়ি চালকরা। অন্য পাম্প থেকে দীর্ঘ সময় ধরে গাড়িতে সিএনজি নিয়ে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। সময়মতো সিএনজি না পাওয়ায় আয় কমে গেছে। তাই অবিলম্বে সিএনজি পাম্প চালুর জন্য আকিজ ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ সময় বক্তব্য দেন, সিএনজি অটোরিকশা চালক ফিরোজ হোসেন, তুহিন সরদার, মাসুম হোসেন, তুষার শেখ, আব্দুল কুদ্দুসসহ অনেকে।
১৯১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর