সর্বশেষ

সারাদেশ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার সমাপ্তি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের দ্বিতীয় পর্ব আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

এই ধর্মীয় অনুষ্ঠানটি পবিত্র হজের পর মুসলিম বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত, যা তাবলিগ জামাতের নাজিমুদ্দিন মারকাজের (সাদপন্থী) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। মোনাজাতের আয়োজন ছিল টঙ্গীর ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চে। এতে অংশ নিয়েছিলেন লাখো মুসল্লি, আর মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের বিশিষ্ট আলেম মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

আজ বেলা ১২টা ৩৭ মিনিট থেকে শুরু হয়ে ১টা ৭ মিনিট পর্যন্ত প্রায় ৩০ মিনিটের আবেগঘন আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এবং ইহ ও পরলোকে কল্যাণ কামনা করা হয়। এই মোনাজাতে প্রায় ১৫৮৪ জন বিদেশি মুসলিমও অংশ নেন। তারা একসাথে আল্লাহর প্রতি অনুরোধ জানিয়ে ঐক্য ও শান্তির আহ্বান জানান।

মোনাজাতের সময় লাখো মানুষের কণ্ঠে উঠেছিল ‘ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ’ ধ্বনি, এবং টঙ্গীর আকাশ-বাতাস ছিল প্রকম্পিত। অনেক মুসল্লি নিজ নিজ কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। এর সাথে মোনাজাত সরাসরি সম্প্রচার করা হয় দেশ ও বিদেশের বিভিন্ন টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেলে, যা লাখ লাখ মানুষকে একত্রিত করতে সহায়ক হয়েছিল।

সকাল থেকেই দিকনির্দেশনামূলক বয়ান শেষে, মোনাজাতের মুহূর্তে ময়দানে এক নিস্তব্ধতা নেমে আসে। সকলেই প্রার্থনায় মগ্ন হয়ে পরওয়ারদেগারের কাছে তাদের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করেন।

বিশ্ব ইজতেমার ময়দান এবং আশপাশের মহাসড়ক খোলা থাকলেও কিছু সড়ক বন্ধ ছিল, যেখানে মুসল্লিরা মোনাজাত করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং মোনাজাত চলাকালে আকাশে হেলিকপ্টার টহল দেয়।

এদিকে, গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয় এবং ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটেছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন