সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৪ সেনাসহ ১৯ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পৃথক দুটি ঘটনায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য এবং ১৫ জন সন্ত্রাসী রয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে জানানো হয়, ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) চালানো হয়, যেখানে নয়জন সন্ত্রাসী নিহত হন।

অন্যদিকে, উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় চালানো এক অভিযানে ছয়জন সন্ত্রাসী নিহত হয়।

এই সব অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হয়, যার ফলে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য, লেফটেন্যান্ট মুহাম্মদ হাসান আরশাফ, নায়েব সুবেদার মুহাম্মদ বিলাল, সিপাহী ফারহাত উল্লাহ এবং সিপাহী হিমাত খান নিহত হন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, নিহত সন্ত্রাসীরা এলাকায় বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল।

২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে এই অভিযানটি সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার ধারাবাহিক অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন