সারাদেশ![এম এস রহমান, পাবনা](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
পাবনার সাঁথিয়া উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের বাসিন্দা সুজল হোসেন (৩৮) নামে এক ভ্যানচালককে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার পর তার ভ্যান ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা।
সাঁথিয়ায় মোবাইলে ডেকে নিয়ে ভ্যান চালককে হত্যা, ভ্যান ছিনতাই
![এম এস রহমান, পাবনা](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
এম এস রহমান, পাবনা
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের বাসিন্দা সুজল হোসেন (৩৮) নামে এক ভ্যানচালককে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার পর তার ভ্যান ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা।
১৫ ফেব্রুয়ারি, শনিবার সকালে উপজেলার স্বরপ নামক স্থানে পুকুর থেকে সুজলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজল ইছাহাক আলী প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে সুজলকে মোবাইল ফোনে ভাড়ার জন্য ডেকে নেয় কেউ বা কারা। এরপর তার ফোন বন্ধ হয়ে যায় এবং সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। পরদিন শনিবার সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখলে বিষয়টি জানাজানি হয়। পরে সুজলের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর