সর্বশেষ

সারাদেশ

কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বকুল চৌধুরীকে সজ্জিত ঘোড়াই চড়িয়ে রাজকীয় সংবর্ধণা

হাবীব চৌহান, কুমারখালী ( কু্ষ্টিয়া) থেকে :
হাবীব চৌহান, কুমারখালী ( কু্ষ্টিয়া) থেকে :

শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঐতিহ্যবাহী কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক বকুল চৌধুরী (৬৭) কে সজ্জিত ঘোড়াই চড়িয়ে বার্ণাঢ্য শোভাযাত্রা ও সংবর্ধণা প্রদান করা হয়েছে। কুমারখালী প্রেসক্লাবের ৪১ বছর পূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ২০ মিনিটের দিকে কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে বার্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর, স্টেশনবাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়।

পরে পৌর বাস টার্মিনাল চত্বরে এ উপলক্ষ্যে আলোচনা সভা, লেখক, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সরকারী কর্মকর্তাও রাজনৈতিক নেতা সহ ১৩১ গুণীজনকে সংবর্ধণা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় কুমারখালী প্রেসক্লাবের (একাংশ) সভাপতি খন্দকার লিপু আমীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়ের রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, সংবাদ প্রতিনিধি লাখি মিজান, বাসসের কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি (একাংশ) কে এম আর শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর আত্তাপ উদ্দীন, নায়েবে আমীর আফজাল হুসাইন, বিএনপি নেতা কে এম আলম টমে, মনোয়ার হোসেন, এ্যাড. শাতিল মাহমুদ, যুবদল নেতা এ্যাড.জাকারিয়া আনছার মিলন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১৯৭৮ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত সপ্তাহিক ' ইস্পাত ' পত্রিকার মধ্যদিয়ে সাংবাদিকতা শুরু করেন প্রবীন সাংবাদিক বকু্ল চৌধুরী। নানা ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা কাটিয়ে ১৯৮৪ সালে কুমারখালী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক বাংলাদেশ পত্রিকায় জ্যৈষ্ঠ প্রতিবেদক হিসেবে সংবাদ পরিবেশন করে চলেছেন। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের বাসিন্দা।

জানতে চাইলে আবেগ আপ্লুত হয়ে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী বলেন, আমি খুশিতে আত্মহারা। ৬৭ বছরের জীবনে এতো বড় সম্মান কোনোদিন পাইনি। আমারা যে কাজ করতে পারিনি। নতুন প্রজন্ম ডিজিটাল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাঁর।
কুমারখালী প্রেসক্লাবের ( একাংশ) সভাপতি খন্দকার লিপু আমীর এবং সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলন মেলায় পরিনিত হয়েছে। বার্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরীকে ঘোড়াই চড়িয়ে রাজকীয় সংবর্ধণা প্রদান করা হয়েছে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়ের রিপন এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও কুষ্টিয়া বাসসের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, কুষ্টিয়ার ইতিহাসে ইতিপূর্বে কখনও কোনো সাংবাদিককে ঘোড়াই চড়িয়ে সংবর্ধণা প্রদান করা হয়নি। আজকের আয়োজন ইতিহাস ও অনুস্বরনীয় থাকবে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন