সর্বশেষ

রাজনীতি

স্থানীয় নাকি জাতীয় নির্বাচন আগে, কথাগুলো আসছে কেন: রিজভী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি রাজনৈতিক দলের নির্বাচন সংক্রান্ত বিতর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, একটি দল বলছে স্থানীয় নির্বাচন আগে হতে হবে, তারপর সংসদ নির্বাচন। তিনি প্রশ্ন করেন, স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই ধরনের কথা কেন আসছে?

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে শবে বরাত উপলক্ষে দোয়া মাহফিলে রিজভী প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণই ঠিক করবে কে ক্ষমতায় আসবে। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যেই গত ১৭ বছর ধরে আন্দোলন চলছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। তাহলে স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এসব কথা কেন আসছে?

রিজভী বলেন, বিএনপি মনে করে সংসদ নির্বাচন একটি জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা থাকবে। ক্ষমতার উৎস জনগণ এবং জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলেই রাজনৈতিক শক্তি বিকশিত হবে। এই রাজনৈতিক শক্তির বিকাশের মধ্যে দিয়েই অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে, এই বিতর্ক তৈরি করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আগে দেখতে হবে কোনটা মাথা আর কোনটা লেজ। কোনটা চালিকা শক্তি, তা নির্ধারণ করতে হবে। মাথা ঠিক থাকলে সবকিছু ঠিক থাকবে।

রিজভী আরও বলেন, রাজনৈতিক শক্তিকে দুর্বল করলে চরমপন্থার উত্থান হতে পারে। এই চরমপন্থা শুধু বাম দিক থেকে নয়, ডান দিক থেকেও আসতে পারে। এটা মনে রাখতে হবে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন