সর্বশেষ

সারাদেশ

পাবনার চাটমোহরে রাস্তার উপর ঘর তৈরি করায় দুর্ভোগে একশ'টি পরিবার

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খড়বাড়িয়া কিন্ডারগার্টেনের উত্তর পাশে একটি রাস্তার উপর ছাপড়া ঘর তৈরি করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে।

এতে স্থানীয় অন্তত একশ’টি পরিবারের যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকার খড়বাড়িয়া কিন্ডারগার্টেন স্কুলের উত্তরপাশে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি সরকারি রাস্তা রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য ব্যবহার হয়। প্রায় ২০ বছর আগে স্থানীয়রা নিজেদের জমি দিয়ে এই রাস্তা তৈরি করেন। এরপর বিভিন্ন সময়ে সরকারি প্রকল্পের কাজও এখানে বাস্তবায়িত হয়েছে। সর্বশেষ, দুই বছর আগে সরকারি প্রকল্পে ৬ লাখ ৫৬ হাজার টাকার মাটির কাজ করা হয়।

তবে, সম্প্রতি ওই রাস্তাটির দক্ষিণ পাশে, স্কুল সংলগ্ন জমির মালিক কমল রোজারিও রাস্তার উপর একটি টিনের ছাপড়া ঘর তৈরি করেছেন। এর ফলে ভাদড়া বেড়পাড়া গ্রামের প্রায় একশ’টি পরিবারের চলাচলে বিরূপ প্রভাব পড়েছে। জমির মালিক জানান, তিনি আগে রাস্তা তৈরি করার জন্য জমি দিয়েছিলেন, কিন্তু এখন আর জমি দেবেন না, তাই তিনি ঘর তৈরি করেছেন।

স্থানীয় বাসিন্দা গোলজার হোসেন ও আব্দুর রহমান বলেন, ‘২০ বছর ধরে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করছি। কখনও বাধা ছিল না। কিন্তু রাস্তার মাঝখানে ঘর তুলে মানুষকে কষ্ট দেওয়াটা ঠিক হয়নি।’ সুশীল গমেজ ও শেলী কস্তা বলেন, ‘আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কিন্তু এখন রাস্তার উপর ঘর তুলে আমাদের চলাচলে বাধা দেওয়া মেনে নেওয়া যায় না।’


এ বিষয়ে আরও এক বাসিন্দা আব্দুল্লাহ মিয়া বলেন, ‘কমল রোজারিও এখানে থাকেন না, অন্য ইউনিয়নে তার বাস। তাহলে কেন তিনি এখানে এসে রাস্তা বন্ধ করেছেন?’ তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ করেছেন, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযুক্ত কমল রোজারিও বলেন, ‘দেড় বছর আগে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে বসেছিলাম। রাস্তার বেশিরভাগ জায়গা আমার জমির উপর। আমি পুরোটা দিতে পারি না, তবে এক-দেড় ফুট দিতে পারি। পাশের জমির মালিকও যদি দেয়, আমিও দেবো।’

এ বিষয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল জানান, অভিযোগটি তহশিলদারকে জানানো হয়েছে এবং বিষয়টি সরেজমিনে তদন্ত করা হবে। সবকিছু পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাছের চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে এসি ল্যান্ডকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমি তাকে পুনরায় জানিয়ে দিচ্ছি যাতে সে বিষয়টি দ্রুত সমাধান করে।’

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন