সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে আলাদিনস্ পার্কে শিক্ষার্থী ও স্টাফদের সংঘর্ষে ২০ জন আহত 

মোঃ রাসেল হোসেন, ধামরাই 
মোঃ রাসেল হোসেন, ধামরাই 

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ের আলাদিনস্ পার্কে পিকনিক করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে পার্কের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১০ শিক্ষার্থীসহ মোট ২০ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের শীতিপাল্লী এলাকায় আলাদিন পার্কে এই সংঘর্ষ ঘটে। মিরপুরের বনফুল আদিবাসি গ্রীনহার্ট কলেজের শিক্ষার্থীরা পিকনিকে এসে সুইমিংপুলের লকার থেকে তাদের মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র হারানোর অভিযোগ করেন। এসময় পার্কের কর্মচারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে এই তিক্ততা সংঘর্ষে রূপ নেয়, যাতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের সাভার ও ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বনফুল আদিবাসি গ্রীনহার্ট কলেজের শিক্ষিকা মরিয়ম জামিলা এবং গভর্নিং বডির সদস্য জাকিদুল ইসলাম জানান, পার্কের কর্মচারীদের হামলায় তাদের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা আরও জানান, পার্ক কর্তৃপক্ষ তাদের পিকনিকে ব্যবহার করা অন্তত ১০টি বাস ভেঙে দিয়েছে এবং তারা এ বিষয়ে থানায় মামলা দায়ের করবেন।

এদিকে, আলাদিনস্ পার্কের ডিরেক্টর রিফাত মাহমুদ দাবি করেছেন যে, সুইমিংপুলের লকার থেকে জিনিসপত্র হারানোর অভিযোগে শিক্ষার্থীরা পার্কের কর্মচারীদের ওপর হামলা চালায় এবং পার্কে একাধিক ভাংচুরের ঘটনা ঘটায়। এই পরিস্থিতিতে স্থানীয়রা একত্রিত হয়ে শিক্ষার্থীদের ধাওয়া করেন, যার ফলে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি নিজে ও তার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন