ধামরাইয়ে ডেবিল হান্ট অভিযানে আটক ৭

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে ধামরাই থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় একটি বিশেষ অভিযান "অপারেশন ডেবিল্ট হান্ট" পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং সেচ্ছাসেবকলীগের ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার সকালে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা বিভিন্ন সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
আটককৃতরা ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন: ধামরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ সবুর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করীম, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম ইকবাল, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনির হোসেন এবং আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আঃ রাজ্জাক।
২৬৪ বার পড়া হয়েছে