সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে ১৫ জেলে অপহরণ, মুক্তিপণ নিয়ে ৯ জেলেকে মুক্তি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরের চিসখালি এলাকা থেকে ১৫ জন জেলেকে অপহরণ করার ১৭ দিন পর মুক্তিপণ বাবদ মাথাপিছু ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে ৯ জন জেলেকে মুক্তি দিয়েছে বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের জঙ্গল থেকে জেলেদের মুক্তি দিয়ে তাদের চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী দিন, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা ৯ জেলেদের মধ্যে ৭ জন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বাসিন্দা, ১ জন শ্যামনগর উপজেলার, এবং আরেকজন খুলনার বাসিন্দা। মুক্তি পাওয়া জেলেরা হলেন: আশাশুনি উপজেলার আজাহারুল ইসলাম, আলমগীর হোসেন, হাফিজুর রহমান, মোঃ শাহীনুর আলম, মোঃ রাসেল, মোঃ শাহাজান ঢালী, নুরে আলম এবং শ্যামনগর উপজেলার শাহ্ আলম।

তবে, বাকি ৬ জেলেকে এখনও আটক করে রেখেছে বনদস্যু বাহিনী। তাদের মধ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মোঃ মহিজুদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, একই গ্রামের মোঃ নুরমান আলী সরদারের ছেলে অরাফাত হোসেন এবং শামছুর রহমান গাজীর ছেলে শাহাজান গাজী রয়েছেন।

চাকলা গ্রামের শাহাজান গাজীর স্ত্রী, নাজমা খাতুন জানান, তার স্বামী বাড়ি ফিরছে এই খবর পেয়ে তিনি রাত ৩টা পর্যন্ত বেড়িবাঁধে বসে ছিলেন। তবে, তার স্বামীসহ তিন জন এখনও ফিরে আসেনি, এবং তার পক্ষে মুক্তিপণের টাকার ব্যবস্থা করা সম্ভব নয়।

প্রতাপনগর ইউনিয়নের সাবেক মেম্বর গোলাম রসুল বলেন, মুক্তিপণের টাকা পরিশোধ না করায় ৬ জেলেকে এখনও আটক করে রেখেছে ডাকাতরা, এবং তাদের মধ্যে ৩ জন তার গ্রামের বাসিন্দা।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, তার ইউনিয়নের ৭ জন জেলে ফিরে এসেছে, কিন্তু নৌকা থাকায় এবং মুক্তিপণ পরিশোধ না হওয়ায় ডাকাতরা এখনও অন্যদের ছাড়েনি।

গত ২৭ জানুয়ারি সকালে সুন্দরবনের ডাকাত আব্দুল আলমি বাহিনীর সদস্যরা নিরীহ জেলেদের ওপর আক্রমণ করে। জেলেরা আত্মরক্ষার্থে ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করে এবং কোস্টগার্ডের সাহায্য চেয়ে ফোন করে। এই সংঘর্ষে, জেলেরা একটি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলিসহ তিন বনদস্যুকে আটক করতে সক্ষম হয়। পরে এই বনদস্যুদের কোস্টগার্ডে সোপর্দ করা হয়, তবে ডাকাতরা ১৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন