সর্বশেষ

জাতীয়

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরে পেতে চায় ঢাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে এবং এখন ভারত থেকে প্রতিক্রিয়া আসার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। কূটনৈতিক চিঠির সঙ্গে সব প্রয়োজনীয় কাগজ পাঠানো হয়েছে।

রফিকুল আলম আরও বলেন, শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশ অপেক্ষা করবে। এছাড়া, ভারতে অবস্থানরত অন্যান্য নেতাদের ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক নিয়মাবলি অনুসরণ করা হবে কি না, সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হবে।

তবে ভারত এখনও কোনো উত্তর দেয়নি, বলে জানান তিনি। এছাড়া, দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান রফিকুল আলম।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনকে প্রতিবেদন প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিবেদনটি মানবতার বিবেককে নাড়া দেবে। প্রতিবেশী ভারতও এ বিষয়ে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন