নাইকো দুর্নীতি মামলার রায় ১৯ ফেব্রুয়ারি
![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্য সাতজনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায় আগামী ১৯ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শোনার পর রায় ঘোষণার জন্য এই তারিখ নির্ধারণ করেছেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে 'অস্বচ্ছ' চুক্তি করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া ও ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।
২০১৮ সালের ৫ মে, দীর্ঘ বিরতির পর এই মামলায় খালেদা জিয়া ও ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়, যেখানে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা রাষ্ট্রের আর্থিক ক্ষতি করার অভিযোগ আনা হয়।
২০২৩ সালের ১৯ মার্চ, খালেদা জিয়াসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক শেখ হাফিজুর রহমান।
এই মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
এদের মধ্যে কাশেম শরীফ, মীর মইনুল হক ও কামাল উদ্দিন পলাতক আছেন। অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এবং বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মৃত্যুবরণ করায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে