সর্বশেষ

জাতীয়

দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের সব আয়নাঘর খুঁজে বের করার উদ্যোগ নেয়া হয়েছে।

১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, এটি শুধু ঢাকা শহরেই সীমাবদ্ধ ছিল না, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও এ ধরনের আয়নাঘর ছিল।

এর আগে, সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা আয়নাঘর সম্পর্কে নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, "এ ধরনের টর্চার সেল বাংলাদেশজুড়ে রয়েছে, এটি আজকে আমি জানলাম। আমার ধারণা ছিল, শুধুমাত্র কয়েকটি আয়নাঘরই থাকবে, কিন্তু এখন শুনলাম এর বিভিন্ন ভার্সন সারা দেশে ছড়িয়ে রয়েছে। কেউ বলছে ৭০০, কেউ বলছে ৮০০। এর সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি।"

অধ্যাপক ইউনূস আরও জানান, গুম কমিশনের প্রতিবেদনে এসব আয়নাঘরের নথিপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করা হবে এবং যারা এ ধরনের কার্যক্রমে জড়িত ছিল, তাদের বিচার করা হবে। এসব তথ্য-প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় ব্যবহৃত হবে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন