সর্বশেষ

জাতীয়

প্রধান উপদেষ্টার 'আয়নাঘর' পরিদর্শন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করেছেন।

তাঁর সাথে ছিলেন দেশের ও বিদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার সকাল ১১টার দিকে অধ্যাপক ইউনূস আয়নাঘর পরিদর্শনে যান, বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

তিনি আরও জানিয়েছেন, দুপুর আড়াইটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে পরিদর্শনের বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, অধ্যাপক ইউনূস বুধবার ঢাকা শহরের তিনটি স্থান পরিদর্শন করেন, যেগুলো আগে অত্যাচার কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো।

এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উত্তরায় র‌্যাব-১ কম্পাউন্ডে আয়নাঘরের সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে তাঁকে আট বছর ধরে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী গোপনে আটক করে রেখেছিল।

আজ, তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছে আয়নাঘর পরিদর্শনকালে ওই নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন