জুলাই হত্যাকাণ্ডের ৩ থেকে ৪টি মামলার রায় অক্টোবরের মধ্যে: উপদেষ্টা
![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
আসিফ নজরুল জানিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যে জুলাই মাসের হত্যাকাণ্ড সম্পর্কিত বেশ কিছু মামলার রায় দেয়ার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর জুলাই গণহত্যার সাথে সম্পর্কিত ৩০০টি অভিযোগ দাখিল করা হয়েছে, এবং বিভিন্ন অপরাধের জন্য প্রসিকিউশন অফিস ১৬টি মামলা দায়ের করেছে।
তিনি আরও বলেন, চলতি মাসে ৪টি মামলার তদন্ত কাজ শেষ হবে, এরপর সেগুলোর যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক বিচার শুরু হবে, যা তিন সপ্তাহের মধ্যে শেষ হবে। সাক্ষ্যগ্রহণের পর বিচার প্রক্রিয়া শুরু হবে ঈদের পর।
আসিফ নজরুল জানিয়ে দেন, আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় দেওয়া সম্ভব হবে। এসব মামলায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা, পাশাপাশি গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তারাও আছেন। সাধারণ আদালতের রায় দেরিতে হলেও, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত সম্পন্ন হবে।
আইন উপদেষ্টা আরও বলেন, ১৬ হাজার ৪২৯টি মামলার একটি তালিকা তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি মামলা পর্যালোচনা করতে হয় যাতে নিশ্চিত হওয়া যায়, এগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কারচুপি করা হয়নি। এমনকি ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার করা সম্ভব নয়, তাই প্রতিটি মামলা নিরীক্ষণ করা হচ্ছে।
তিনি জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে ১৬ হাজার ৪২৯টি গায়েবি মামলার মধ্যে ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে এবং এর মধ্যে ৫৩টি মামলা প্রত্যাহারের গেজেট আজ বা কাল প্রকাশ করা হবে।
১৩৫ বার পড়া হয়েছে