সিএনজিতে অতিরিক্ত ভাড়া নিলেই জেল জরিমানা
![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নির্দেশনা দিয়েছে যে, যদি সিএনজি বা পেট্রল চালিত অটোরিকশার চালক মিটার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেন, তবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এই অপরাধে চালককে ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
১০ ফেব্রুয়ারি বিআরটিএ-এর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়, যা ১১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে।
পত্রে বলা হয়েছে যে, সরকার নির্ধারিত মিটার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মামলা দায়ের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজ চালককে রুট পারমিট অনুযায়ী নির্ধারিত গন্তব্যে যেতে বাধ্য থাকতে হবে এবং মিটার প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না। আইন লঙ্ঘন করলে আইনের ধারা ৮১ অনুযায়ী চালককে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
১৩২ বার পড়া হয়েছে