কোনো সন্ত্রাসী বা ফ্যাসিবাদের সমর্থক যেন জামিন না পায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
কোনো অপরাধীকে রাজপথে দেখতে চায় না বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে দেশের বর্তমান পরিস্থিতি ও আইন প্রয়োগের ওপর অনুষ্ঠিত একটি কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা অপরাধীদের রাস্তা, বাজার, মাঠ বা ময়দানে দেখতে চাই না। আমাদের লক্ষ্য তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করা।"
তিনি আরও জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদী উপাদান, দুষ্কৃতকারী, নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা সরকারের অন্যতম উদ্দেশ্য।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "কোনো সন্ত্রাসী বা ফ্যাসিবাদের সমর্থক যেন জামিন না পায়, এ ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। জামিন পেয়ে যদি তারা আবার অপরাধে যুক্ত হয়, তা কখনো গ্রহণযোগ্য হবে না। বর্তমানে তারা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। অনেক বড় অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমরা নিশ্চিত করতে চাই যে, সকল অপরাধী আইনের আওতায় আসবে এবং তাদের বিচার হবে।"
তিনি আরো বলেন, "ডেভিল হান্ট সফল করতে হবে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বাহিনী এবং বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে জামিন পেয়ে তারা পুনরায় অপরাধে না জড়ায়।"
১৫৯ বার পড়া হয়েছে