সাহিত্য
আমি প্রেমিক চাই না,
স্বপ্ন মানুষ

সানজি লাকী
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আমি প্রেমিক চাই না,
কারণ সময়ের সাথে সাথে সে-ও হারিয়ে যায় !!
আমি জীবনসঙ্গী চাই,
কেননা সময় হারিয়ে গেলেও সে কখনো হারাবে না !!
আমি প্রেম চাই না,
কারণ প্রেমে বিচ্ছেদ থাকে !!
আমি ভালোবাসা চাই
যার কোনো শেষ অধ্যায় নেই !!
সম্পর্কের জন্য অর্থ নয়
বিশ্বাস প্রয়োজন !!
ভালবাসার জন্য রুপ নয়
প্রয়োজন হয় সুন্দর দুটো মনের !!
হাজারো মানুষের মত আমিও স্বপ্ন দেখি
স্বপ্ন মানুষকে বাঁচতে সেখায়!!
২০০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(1)
আলোচিত খবর
এলাকার খবর