সর্বশেষ

আন্তর্জাতিক

গুয়াতেমালায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৫১ যাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন।

দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আল জাজিরা ১১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াতেমালা সিটির কাছে একটি দূষিত খাদে বাসটি পড়ে গেলে অন্তত ৫১ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে যে, উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা ব্যক্তিদের বের করার চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারী রয়েছে, এবং তাদের মরদেহ একটি প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে।

বাসটি গুয়াতেমালা শহরের প্রধান রুটে চলছিল, যেখানে এটি পুয়েন্তে বেলিস নামক হাইওয়ে ব্রিজ থেকে খাদে পড়ে যায়। এই ব্রিজটি মূলত যানবাহনের চলাচলের জন্য ব্যবহৃত হয় এবং এর নিচে একটি খাঁড়ি অবস্থিত।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো দেশব্যাপী তিন দিনের শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার কাজের সহায়তায় সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা সংস্থাকে মোতায়েন করেছেন।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন