ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় গিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এছাড়া, বিএনপি সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, এবং ফ্যাসিবাদের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে জেলা ও মহানগর এলাকায় সমাবেশ এবং পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
বিএনপি ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থান ও কেন্দ্রীয় নেতাদের বক্তৃতার দিনক্ষণের তালিকাও প্রকাশ করেছে।
১৮০ বার পড়া হয়েছে