গত ২৪ ঘন্টায় 'ডেভিল হান্ট'-এ সারাদেশে ১৫২১ জন গ্রেফতার

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় 'অপারেশন ডেভিল হান্ট' ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মোট ১৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং দেশি অস্ত্র উদ্ধার করার তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের একটি বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে ৩৪৩ জন এবং অন্যান্য অভিযানে ১১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, অপারেশন চলাকালীন সময় পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, ১০টি ককটেল ও প্রায় ১২টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা থেকে 'অপারেশন ডেভিল হান্ট' শুরু হয়, যেখানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেয়।
গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় ছাত্ররা আক্রান্ত হওয়ার পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানের ঘোষণা দেয়।
৮ ফেব্রুয়ারিতে প্রথম দিনেই গাজীপুরে ৪০ জনসহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পুলিশের পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা আটক হয়েছেন।
১৬০ বার পড়া হয়েছে