বান্দরবান ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো মানুষের চিকিৎসা

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
গতকাল রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ক্যাম্পটির আয়োজন করে বান্দরবান মেডিকেল স্টুডেন্টস' এসোসিয়েশন। এতে সহযোগিতা করেছে বান্দরবান সেনা রিজিয়ন, জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন অফিস। জেলা পুলিশের নিরাপত্তা পাশাপাশি বিভিন্ন তরুণ সংগঠনের সহযোগিতায় এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই ক্যাম্পে ৪৩ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ ডাক্তার অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় চিকিৎসকরা। তারা বিনামূল্যে সেবা প্রদান করেন।
এই উদ্যোগের মাধ্যমে তারা ১ থেকে দেড় হাজার মানুষের চিকিৎসা সহায়তা এবং ফ্রি মেডিসিন প্রদান করতে সক্ষম হয়। যাদের অনেকের জন্য স্বাস্থ্যসেবা ছিল এক প্রকার দূরত্বে।
স্থানীয়দের চিকিৎসা সেবা সহজ করার জন্য এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
১৩৭ বার পড়া হয়েছে