সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামের বলুয়ার দীঘিতে বসতঘরে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘির পাড়ের একটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে আগুন লাগার ঘটনা ঘটে, যার খবর ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিদগ্ধ পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। তবে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন ফয়সাল (১৯), সোহান (১৯) এবং শাহীন (২২)। বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, তারা দগ্ধ না হলেও শ্বাসতন্ত্রে গুরুতর ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোকাররম আরও জানান, আগুনে একটি কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে, এবং চারটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হতে পারে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন