সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরাইলি ৩ বন্দির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনির মুক্তি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস আরও তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে।

এর বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। মুক্তি পাওয়া ইসরায়েলিরা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি, এবং অর লেভি। শনিবার তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়, এবং পরে তারা ইসরায়েলে ফিরে গিয়ে নিজেদের পরিবারদের সঙ্গে মিলিত হন।

তবে তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত শারাবির পরিবার জানান, তাকে অস্থিচর্মসার অবস্থায় দেখে তারা অত্যন্ত কষ্ট পেয়েছেন।

অন্যদিকে, পশ্চিম তীরে রামাল্লায় ফিরে আসা ফিলিস্তিনিদের জন্য উৎসবের আয়োজন করা হয়েছে। তাদের প্রতিনিধিরা জানিয়েছেন, সকল মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনির সুস্থতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যসেবার প্রয়োজন, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ২১ জন ইসরায়েলি জিম্মি এবং ৫৬৬ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন। আশা করা হচ্ছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই ৩৩ জন জিম্মি এবং ১,৯০০ জন ফিলিস্তিনি মুক্তি পাবে। তবে, ইসরায়েল জানিয়েছে, ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন