সর্বশেষ

জাতীয়

সিআইডির ক্রাইম সিন ইউনিট ৩২ নম্বরের বাড়িতে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থলে পৌঁছেছে।

সকাল ৮টায় সিআইডির টিম ঘটনাস্থলে উপস্থিত হয়, এবং তাদের সহায়তায় ধানমন্ডি থানার একটি টিমও সেখানে মোতায়েন করা হয়েছে।

সিআইডির ক্রাইম সিন টিম আলামত সংগ্রহের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সেখানে কাজ শুরু করেছে।

গত ৫ ফেব্রুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দেয়। বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে উপস্থিত হয়ে বিক্ষুব্ধরা এর কয়েকতলা বেজমেন্ট দেখতে পায়, যেখানে তারা দুই তলা পর্যন্ত নামতে সক্ষম হলেও পরবর্তী তলায় পানি জমে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, নিচে আরও কয়েকটি তলা থাকতে পারে। এরপর কয়েকদিন ধরে এই বেজমেন্ট নিয়ে নানা আলোচনা চলছিল।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেচের কাজ শুরু করে এবং দুপুর সোয়া ১টার দিকে তারা সেখান থেকে চলে যায়।

এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে সিআইডির ক্রাইম সিন ইউনিট সেখানে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন