দলীয়করণে ক্রীড়া অঙ্গনকে ধ্বংস করেছে পতিত সরকার: মুরাদ

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, পতিত স্বৈরাচার সরকার ক্রীড়া অঙ্গনকে বিগত ১৭ বছরে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন।
গতকাল শনিবার রাতে কালামপুর পশ্চিম পাড়া যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের জাতীয় ফুটবল খেলাকে দলীয়করণ এবং দুর্নীতি করে আজ ফুটবল খেলা একেবারে শেষ করে দিয়েছে। শুধু ফুটবল খেলা নয় ক্রীড়া অঙ্গনের প্রতিটি সেক্টরে তারা দলীয়করণ এবং স্বজনপ্রীতি করে ধ্বংস করে দিয়েছে। যদি আগামীতে আমাদের দল বিএনপি সরকার গঠন করে তাহলে এই ক্রীড়া অঙ্গনকে ঢেলে সাজানো হবে বলে মন্তব্য করেন।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জালাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহাসহ আরও অনেকে।
২৮৮ বার পড়া হয়েছে