সর্বশেষ

শিক্ষা

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
শাহবাগ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি শুরু হয়।

তবে পুলিশ লাঠিচার্জ করলে ১১ জন শিক্ষার্থী আহত হন। এই ঘটনা ঘটে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষাভবনের সামনে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন- নওগাঁ ম্যাটসের মেহরাব (২০), প্রাইম ম্যাটসের এরশাদুল হক (৩০), শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), ট্রমা ম্যাটসের সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল (২৩), গাজীপুর ম্যাটসের শিহাব (২০) এবং কুষ্টিয়া ম্যাটসের আরাফাত (২১)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, শিক্ষার্থীরা আহত অবস্থায় সচিবালয় থেকে ঢাকা মেডিকেলে পৌঁছান, এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে।

শিক্ষার্থীরা দাবি করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাস দিয়ে তাদের দাবির সমাধান এড়িয়ে চলছে এবং তারা আর কোনো ধরনের আন্দোলন করতে চায় না। তাদের দাবি হলো, ম্যাটস শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে হবে।

এর আগে, পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিল। বিকেল সাড়ে ৩টায়, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মুহাম্মদ তুহিন ফারাবী সেখানে যান। তবে, আন্দোলনরত শিক্ষার্থীরা তখন প্রতিবাদসূচক স্লোগান দিতে শুরু করলে, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা স্লোগান বন্ধ করার আহ্বান জানান। পরে তুহিন ফারাবী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন