সর্বশেষ

জাতীয়

নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে না : সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষে অবস্থান নিতে চায় না, তারা কেবল নিরপেক্ষ থাকতে চায়।

তিনি বলেন, যদি কেউ নির্বাচন কমিশন সম্পর্কে কিছু বলে, তা তার কাছে তীরের মতো লাগে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সব জায়গায় মতভেদ থাকবে, তবে ভিন্নমত হওয়া মানে বিপক্ষে থাকা নয়। এক বিষয় নিয়ে ভিন্নমত থাকা স্বাভাবিক।” এই বিষয়টি অনেকেই মানতে পারেন না, তবে তার কাছে বিষয়টি সহজ। তিনি উল্লেখ করেন, যদি কেউ তাকে সমালোচনা করেন, তবে তিনি তা নিজেকে সংশোধন করার সুযোগ হিসেবে গ্রহণ করেন।

নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, "নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি এবং যেকোনো অসুবিধা মোকাবিলা করতে প্রস্তুত।"

নাসির উদ্দিন আরও বলেন, "আমরা একে অপরকে তালি বাজিয়ে সমর্থন করার বদলে বাস্তবতার দিকে নজর দিতে হবে। সবকিছু বাস্তবতার ভিত্তিতে দেখা উচিত। যদি কেউ কিছু বলেন এবং আমি তালি বাজাতে থাকি, তবে এটি উচিত নয়।"

সাংবাদিকদের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তিনি বলেন, “সবার সহযোগিতা পেলে আমরা জাতিকে আমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারব।”

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন