মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ জনের মৃত্যু

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটেছে, জানিয়েছে তাবাসকো রাজ্য সরকার।
স্থানীয় সময় শনিবার ভোরে এসকারসেগা শহরের কাছে বাস ও ট্রেইলার ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তাবাসকো রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল, তাদের মধ্যে ৩৮ জন ঘটনাস্থলে মারা যান। এছাড়াও, বাসের দুই চালক এবং ট্রাকের চালকও প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায় এবং এটি সম্পূর্ণ পুড়ে গিয়ে শুধু ধাতুর কাঠামো অবশিষ্ট থাকে। রয়টার্সের প্রকাশিত ছবিতে বাসটির পুড়ে যাওয়া অবস্থা দেখা গেছে।
বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল, জানায় ট্যুরস অ্যাকোস্তা নামক কোম্পানি।
তাবাসকো রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, “এখন পর্যন্ত ১৮টি খুলি শনাক্ত করা হয়েছে, তবে আরও অনেকেই নিখোঁজ রয়েছেন।”
ফেইসবুকে একটি পোস্টে ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে, তারা ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত এবং ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বাসটি নিয়মিত গতিসীমার মধ্যে ছিল কি না, তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছে। তাবাসকো রাজ্য সরকার নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে।
১৪৫ বার পড়া হয়েছে