সর্বশেষ

রাজনীতি

ইসিতে আলোচনায় বসতে যাচ্ছে বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোববার বিকাল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে উপস্থিত হবে।

এই প্রতিনিধি দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এবং সেলিমা রহমানও থাকবেন।

সালাহ উদ্দিন আহমেদ জানান, “জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে, কমিশন কী করছে, এসব বিষয়ে বিস্তারিত জানতেই আমরা যাচ্ছি। নির্বাচনী আইন সংশোধনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

“আমাদেরও কিছু প্রস্তাবনা রয়েছে, যা কমিশনকে আমরা জানাব।”

নতুন নির্বাচন কমিশন, যার নেতৃত্বে আছেন এ এম এম নাসির উদ্দিন, গত ২১ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর এটি হবে বিএনপির সঙ্গে তাদের প্রথম বৈঠক।

সালাহ উদ্দিন আহমেদ আরও জানান, “বর্তমানে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রায় শেষ করে এনেছে। আমাদের কাছে তালিকা আছে এবং ২ মার্চের মধ্যে পরিষ্কার একটি ভোটার তালিকা তৈরি হয়ে যাবে।

“এরপর আপত্তি শুনানি চলবে, যা ধারাবাহিক প্রক্রিয়া এবং তা দুই মাসের মধ্যে সম্পন্ন হবে। এই প্রজ্ঞাপনও আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি।”

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন