সারাদেশ
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ওসিকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।
দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুরের ওসিকে বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ওসিকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।
তিনি বলেছেন, শুক্রবার রাতে ওই হামলার ঘটনায় পুলিশ বাহিনীকে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে হচ্ছে এবং তিনি তার ব্যর্থতা স্বীকার করছেন। হামলাকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না এবং প্রতিটি হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। যারা পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগের দিন রাতেই হামলার প্রতিবাদে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওই সংগঠনের নেতাকর্মীরা।
১৫৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর