সর্বশেষ

জাতীয়

দেশের চলমান পরিস্থিতিতে সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা সুপ্রিমকোর্টে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। শনিবার সকাল থেকে এখানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পুলিশ ও সুপ্রিমকোর্ট সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, দেশের চলমান পরিস্থিতি মাথায় রেখে সুপ্রিমকোর্টের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরও বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে মাজারগেট এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সুপ্রিমকোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপকমিশনার মো. মিনহাজ-উল-ইসলাম জানান, বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট ও আশপাশের এলাকার নিরাপত্তা চেইন শক্তিশালী করা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সুপ্রিমকোর্ট ও তার আশপাশে পুলিশ বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন