সর্বশেষ

জাতীয়

সুস্থ জাতি গড়তে দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে : সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মন্তব্য করেছেন, দেশের সব অঞ্চল জুড়ে ম্যারাথন আয়োজন করা উচিত, যাতে একটি সুস্থ এবং শক্তিশালী জাতি গঠন করা যায়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘‘আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই, কারণ এমন একটি জাতি দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’’

এর আগে, এই ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয় শনিবার ভোর ৫টায় রাজধানীর ৩০০ ফিট সড়ক থেকে। এবারের ম্যারাথনের প্রতিপাদ্য ছিল "রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি"। এটি দেশের আয়োজিত সবচেয়ে বড় ম্যারাথন, যেখানে ১০ হাজারেরও বেশি দৌড়বিদ অংশ নিয়েছেন। আরও ১০টি দেশের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেছেন।

সেনাপ্রধান জানান, আগামী ৩১ জানুয়ারি আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে এবং এর পাশাপাশি দেশের প্রধান শহর ও জেলা শহরগুলোতে এমন ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন