সর্বশেষ

জাতীয়

হাসিনার বক্তব্যে ভারতের ভূমিকা নেই: ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন, সেগুলোর পেছনে ‘ভারতের কোনো ভূমিকা নেই’ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

দেশটির মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে দিল্লিকে জড়ালে ‘ইতিবাচক’ কোনো ফল আসবে না।

শেখ হাসিনার বক্তব্য বন্ধ করতে ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে তলব করার পর, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এই কঠোর কূটনৈতিক ভাষায় জবাব দিয়েছে ভারত।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এটা অত্যন্ত দুঃখজনক যে, বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে এবং অভ্যন্তরীণ সুশাসন বিষয়ে আমাদের দায়ী করা হচ্ছে। বাস্তবে, বাংলাদেশ সরকারের এসব বিবৃতিই এই নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী।”

শুক্রবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে তাদের অবস্থান জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “ভারত বাংলাদেশ সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং উভয় পক্ষের জন্য উপকারী সম্পর্ক চায়, এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে আগেও আলোচনা হয়েছে।”

গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের ফলে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আন্দোলন দমাতে শেখ হাসিনাকে ‘গণহত্যার’ অভিযোগে ফেরত পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ সরকার, কিন্তু ভারত সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার অনলাইন ভাষণের পর ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হয় এবং সুধা সদনে আগুন ধরানো হয়। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়।

বাংলাদেশ সরকার এই হামলা-ভাঙচুর বন্ধ করার আহ্বান জানালেও, শেখ হাসিনাকে দায়ী করে একটি বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর। সেখানে বলা হয়, “ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে ক্রোধ সৃষ্টি হয়েছে, যার প্রকাশ ঘটেছে।”

এদিকে, বৃহস্পতিবার ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় একই ধরনের বার্তা পাঠায়।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন