সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে দুর্বৃত্তদের গুলিতে হত্যা করা হয়েছে। এ ঘটনা ঘটে শুক্রবার ভোরে, আনুমানিক পৌনে ৫টার দিকে।

নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও মামুনের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে তাঁরা বালু, ইট ও সিমেন্ট লোড-আনলোড করার পর মামুন তার বাড়িতে ফিরে যান। পরে ভোর পৌনে ৫টার দিকে তিনি প্রতিষ্ঠানের সামনে উপস্থিত হলে একাধিক গুলির শব্দ শোনা যায়। সেখানে গিয়ে তারা দেখেন মামুন হোসাইন মাটিতে পড়ে আছেন। দুজন যুবক, যারা আনুমানিক ২৬-২৮ বছর বয়সী ছিল, সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তার পরে মামুনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া জানান, মামুনের ব্যবসা ছিল ইট, বালু এবং সিমেন্টের। তিনি সাধারণত প্রতিরাতে লোড-আনলোডের সময়ে সেখানে উপস্থিত থাকতেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন