বিনোদন![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
শাওনকে ধানমন্ডি থেকে আটক, 'রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন শাওন'
![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমান সময়ে তার বিরুদ্ধে যাচাই-বাছাই চলছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
সূত্রে জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগের একটি গোপন বৈঠকে অংশ নেওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে শাওনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি গ্রেপ্তার হন।
এছাড়া, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এই প্রাণঘাতী ঘটনার খবরও পাওয়া গেছে।
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর