সর্বশেষ

জাতীয়

শেখ হাসিনার ডিগ্রি ও রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার নিয়ে অনুসন্ধান শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জন এবং বিদেশ সফরের জন্য রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার নিয়ে অনুসন্ধান শুরু করেছে।

এই তথ্য বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে প্রকাশ করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি জানান, শেখ হাসিনা বিদেশ সফরের সময় অনেক বড় একটি দল নিয়ে সরকারি অর্থে বিমান ভাড়া করতেন, এমন অভিযোগ রয়েছে। ক্ষমতায় থাকাকালীন জাতিসংঘের অধিবেশন ও অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে প্রায় দেড়শ’ বা তারও বেশি সফরসঙ্গী নিয়ে যেতেন শেখ হাসিনা।

আক্তার হোসেন আরও বলেন, বাংলাদেশ বিমানের অত্যাধুনিক বোয়িং ৭৭৭ এবং ৭৮৭ সিরিজের উড়োজাহাজে করে বিদেশ যাতায়াত করতেন শেখ হাসিনা। ২০১৯ থেকে ২০২৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বাংলাদেশ বিমান ২৫০ কোটি টাকা ব্যয়ে ৪৮টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব ফ্লাইটে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হয়েছে। ২০২৩ সালের শেষ অবধি, সরকারকে বাংলাদেশ বিমানের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা পাওনা রয়েছে।

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি সম্পর্কিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস এবং বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। এসব ডিগ্রি পাওয়ার জন্য তিনি লবিস্ট নিয়োগ ও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন বলে অভিযোগ উঠেছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন