সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে ১০ ইট ভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা 

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় ১০টি ইটভাটাকে ৬ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় একটি ভাটার চিমনি ধ্বংস ও কার্যক্রম পুরোপুরি বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এ সময় বিবিসি ব্রিকস, ফোর স্টার ব্রিকস, ইমন ব্রিকস, নুর ব্রিকস, পিএইচবি ব্রিকস, স্টার ব্রিকস, এইচএমবি ব্রিকস, হালাল ব্রিকস, নেইম ব্রিকস ও স্টাইল ব্রিকসকে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১০টি ভাটাকে ৬০ লাখ টাকা জরিমানাসহ স্টাইল ব্রিকসের চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে ইট উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগীতা করেন র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন