সারাদেশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা
বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেসবুকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দেয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমণ্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমণ্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন।
এরই ধারায় সারাদেশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় এবং জেলা জজ কোর্টের সামনে নির্মিত শেখ মুজিবের তিনটি ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চাঁনমারী এলাকায় এসব ম্যুরাল ভাঙচুরে অংশ নেয় কয়েকশ ছাত্র ও স্থানীয় জনতা।
ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাতুড়ি-শাবল নিয়ে নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালটি ভাঙচুর করে। এসময় তারা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বুলডোজার দিয়ে পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলকও মুছে ফেলা হয়েছে। এছাড়াও ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত বিদ্বেষ ছড়ানো ‘ঘৃণাস্তম্ভ’ ভেঙে গুড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা।
গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনলাইনে দেওয়া ভাষণের প্রতিবাদে যশোরে সাতটি স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন সরকারি দফতরে শেখ হাসিনার নামফলক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টা থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভেঙে দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বিএনপিপন্থি আইনজীবীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ম্যুরালটি প্রথমে ভাঙা হয়৷ এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনের ম্যুরালটিও ভেঙে ফেলা হয়। এ ছাড়াও ডিসি অফিসের নিচে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কর্নারও ভেঙে ফেলা হয়।
রংপুরে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছাসহ শেখ হাসিনা নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম গুঁড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার প্রতিবাদে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ জনতা ম্যুরালে ভাঙচুর চালান। ম্যুরালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি বেশি ক্ষতিগ্রস্ত হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ হাসিনা আবাসিক হলের নামফলক এবং সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল শেষে এই ভাঙচুর চালান।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ম্যুরাল ভাঙচুর করেছেন একদল শিক্ষার্থী। গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এলাকায় মিছিল শেষে বঙ্গবন্ধু হল ও শেখ রাসেল হলের ম্যুরাল ভাঙচুর করা হয়।
১০২ বার পড়া হয়েছে