সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর
![ডেস্ক রিপোর্ট](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেয়ার প্রতিবাদে সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা।
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও এমপি শাহারিয়ার আলমের বাড়ি ও সোয়েটার কারখানার প্রশিক্ষণ কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার বাড়িতে। অন্যদিকে দুপুর দেড়টার দিকে উপজেলার চক সাতারি গ্রামে শাহারিয়ার আলমের সোয়েটার কারখানার প্রশিক্ষণ কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে।
ভোলায় তোফায়েল আহমেদের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত পৌনে ১টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডস্থ প্রিয় কুঠির নামের বাসভবনে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমুর পোড়া ও পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।
নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন ‘জান্নাতি প্যালেসে’ অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার(৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় ওই বাড়িতে ভাংচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা।
কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফেসবুকে ঘোষণা দিয়ে শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নগরীর কালীবাড়ি রোডের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার পর ছাত্র-জনতা সেরনিয়াবাত ভবন নামের ওই বাড়িতে হামলা চালিয়ে এবং ভাঙচুরের পাশাপাশি বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেয়া হয়।
আওয়ামী লীগের প্রচারপত্র বিলির জেরে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
মাদারীপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরান বাজার এলাকার ওই কার্যালয়ে এ হামলা চালানো হয়।
পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
১০৪ বার পড়া হয়েছে