গণহত্যার বিচার দাবিতে শহিদ পরিবারের শাহবাগ অবরোধ
বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই-আগস্টের গণহত্যার বিচার দাবি করে রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় শহিদ পরিবার সদস্যরা সড়ক অবরোধ করেছেন। এর ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
আগামী কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ব্যানারে শহিদ পরিবারের সদস্যরা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতি দাবি করে পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা সরকারের বিচার নিয়ে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তুলে কথা বলেন। তাদের দাবি, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক।
একটি শহিদ পরিবারের অভিভাবক জানান, তারা দীর্ঘদিন ধরে গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির জন্য বিভিন্ন স্থানে গিয়েছেন, কিন্তু কোনো কার্যকর সমাধান মেলেনি। তিনি বলেন, "শহিদের রক্তের সঙ্গে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।"
আরেকজন বিক্ষোভকারী বলেন, "আওয়ামী ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি, তারা দেশের সর্বত্র অবস্থান করছে। হাসিনার সহযোগীদের বিচার হতে হবে।"
১১২ বার পড়া হয়েছে