শীতের বিদায়, বসন্তের আগমনি বাতাস বইছে
বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লা নিনা সবল না হওয়ার কারণে মাঘ মাসেই গরম অনুভূতি হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, লা নিনার দুর্বল প্রভাবে এবার ঝড়বৃষ্টির আশঙ্কা অনেক বেশি। কালবৈশাখীর সময় আসার আগেই বেশ কয়েকটি বড় ঝড়বৃষ্টি দেখতে পারে বাংলাদেশ।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, জানুয়ারি মাসের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বছরের জানুয়ারির গড় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ১২ দশমিক ৭। এবারের জানুয়ারিতে দেশে কোনো তীব্র শৈত্যপ্রবাহ হয়নি। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, দেশে ২০২৪ সালে চারটি, ২০২৩ সালে একটি এবং ২০২২ ও ২০২১ সালে তিনটি করে তীব্র শৈত্যপ্রবাহ হয়েছিল। এবার জানুয়ারিতে গড় তাপমাত্রাও ছিল অন্যান্য বছরের চেয়ে বেশি, বিপরীতে কুয়াশা কম পড়েছে।
শীত কম হওয়ার আরও তিনটি কারণের কথা বলছেন আবহাওয়াবিদরা। এক. উচ্চ চাপ বলয় না থাকা। দুই. বজ্রমেঘ সৃষ্টি না হওয়া। তিন. ইন্ডিয়ান ওশান ডাইপোলের (ওআইডি) নিরপেক্ষ অবস্থান।
কোনো স্থানে বায়ুর চাপ আশপাশের এলাকার চেয়ে বেশি হলে তাকে উচ্চ চাপ বলয় বলা হয়। এই অঞ্চলে বায়ুচাপ বলয় প্রাধান্যশীল থাকলে ওপর থেকে আসা বায়ু শীতের তীব্রতা বাড়ায়। এবার সেই বায়ুচাপ বলয় প্রাধান্যশীল ছিল না বলেই শীতলতম মাস জানুয়ারি অনেকটাই তার বৈশিষ্ট্য হারিয়েছে, এমন মত আবহাওয়াবিদদের।
এবার শীতের মাস জানুয়ারিতে তাপমাত্রা বেশি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এখনো বৃষ্টি হয়নি, বাতাসে যে আর্দ্রতা আছে, তা কাটেনি। তাই শীত নেই বললেই চলে। মূলত এখন গরম এসে গেছে, তাপমাত্রা বেশি। আগামী শুক্র ও শনিবার তাপমাত্রা সামান্য কমতে পারে। এর পর থেকে তাপমাত্রা বাড়বেই। পুরোপুরি গরম চলে আসবে।
১০২ বার পড়া হয়েছে