গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়ি
![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি আজ বৃহস্পতিবার সকালেও ভাঙার কাজ। গতকাল বুধবার রাত থেকে শুরু হওয়া এই ভাঙার কাজ আজ সকালে সাড়ে ছয়টার দিকে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে চলতে দেখা গেছে। বাড়ির সামনের তিনতলা অংশে উল্লেখযোগ্য পরিমাণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রাতের বিক্ষোভকারীদের বেশ কিছু সদস্য সকালে বাড়ির সামনে উপস্থিত ছিলেন। ফজরের নামাজের পরে অনেককে এই ৩২ নম্বর বাড়ির দিকে যেতে দেখা গেছে। উপস্থিত কয়েকজন বলেছেন, তারা স্বৈরাচারের চিহ্ন মুছে ফেলতে চান। বাড়ির ভাঙন দেখে অনেকেই উল্লাস প্রকাশ করেছেন।
আজ সকালে ক্রেন ও এক্সকাভেটরের মাধ্যমে বাড়ির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে। কিছু স্থানে আগুন জ্বলতেও দেখা গেছে। ভবনের বিভিন্ন জায়গায় লাল কালি দিয়ে লেখা ছিল, ‘স্বৈরাচার সাবধান।’
ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিরুদ্ধে গতকাল রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। একপর্যায়ে তারা শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এর পাশাপাশি, ধানমন্ডির ৫ নম্বরে অবস্থিত শেখ হাসিনার সুধা সদনকেও গত রাতে আগুন দেওয়া হয়।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। সেই অভ্যুত্থানের ছয় মাস পর, গতকাল রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর সমগ্র দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা দেখা দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীরা ধানমন্ডির ৩২ দিকে 'বুলডোজার মিছিল' ও 'মার্চ টু ধানমন্ডি ৩২' কর্মসূচি ঘোষণা করেন।
গতকাল রাত আটটার সময়, বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। তারা বাড়ির সামনের শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও ভেঙে ফেলেন। এরপর থেকেই সেখানে ভাঙচুর অব্যাহত রয়েছে।
গতকাল বিকেলে ধানমনডির ৩২ নম্বর বাড়ি ভাঙার হুমকি দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। সন্ধ্যা সাতটার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে জানান, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
১১৬ বার পড়া হয়েছে