জাতীয়![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
৩২ নম্বর শেখ মুজিবের বাড়ি ভেঙে দেয়া হচ্ছে
![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
স্টাফ রিপোর্টার
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এর আগে, ওই বাড়িতে জমায়েত হয়ে তারা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে বাড়িটির মধ্যে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
স্থানীয় প্রতিবেদকরা জানান, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। বাড়ির ভেতরে আগুন জ্বলছে, এবং তার মাঝেই এক্সকাভেটর দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর