চাপ থাকা সত্ত্বেও বাড়ছে না বিদ্যুতের দাম: উপদেষ্টা
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বিদ্যুৎ সংকট থাকার কারণে বর্তমানে অনেক চাপ আছে।
বিদ্যুৎ সংকট থাকার কারণে বর্তমানে অনেক চাপ আছে। কিন্তু চাপ থাকা সত্ত্বেও বর্তমান সময়ে সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনে রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেছেন, রমজান মাসে লোডশেডিং মুক্ত পরিবেশ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। বিদ্যুতের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রেখে সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।
তিনি আরও বলেন, এসি যদি ১৮ ডিগ্রির পরিবর্তে ২৫-২৬ ডিগ্রি তাপমাত্রায় চালানো হয়, তবে গরমের সময় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। গরমকালে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে সতর্ক করেন তিনি।
এছাড়া, নতুন সংযোগ বা শিল্প কারখানায় অতিরিক্ত গ্যাসের চাহিদা থাকলে তাদের ক্ষেত্রে বিইআরসি’র প্রস্তাবিত নতুন গ্যাসের দাম কার্যকর হবে বলে জানান উপদেষ্টা।
১১২ বার পড়া হয়েছে