শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শান্তি, কল্যাণ ও পৃথিবী-আখিরাতের মুক্তির কামনায়, অশ্রুসিক্ত নয়নে শেষ হয়েছে টঙ্গীর তুরাগতীরে।
এদিন বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৯ মিনিটে মোনাজাত শুরু হয়ে ১২টা ২৮ মিনিটে শেষ হয়। এই বিশেষ দোয়ার আয়োজন করেন বাংলাদেশ তাবলিগ জামাতের আমির ও আলমি শুরার সদস্য মাওলানা জোবায়ের।
মোনাজাতের প্রথম ১১ মিনিট কোরআনের আয়াত এবং উর্দুতে দোয়া পাঠ করা হয়, পরবর্তী ১৯ মিনিট বাংলায় দোয়া পরিচালিত হয়।
এ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন দেশ-বিদেশের প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, ইসলামের প্রচার, মানবতার কল্যাণ, শান্তি ও মুক্তি কামনা করা হয়। মোনাজাত চলাকালে তুরাগতীরের পরিবেশ ছিল এক আবেগঘন, অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।
এছাড়া, ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক সাহেব বয়ান করেন, সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান এবং আখেরি মোনাজাতের পূর্বে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয় গত ৩০ জানুয়ারি। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপ শেষ হয় এবং ৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের আয়োজন শুরু হয়। তিন দিনব্যাপী এই ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।
১০৭ বার পড়া হয়েছে